• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনার ভুয়া রিপোর্ট বিক্রি করায় সৌদিতে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২১, ১৬:৩৮
করোনার ভুয়া রিপোর্ট বিক্রি করায় সৌদিতে ৪ বাংলাদেশি গ্রেপ্তার
সংগৃহীত

করোনাভাইরাসের ভুয়া পিসিআর সার্টিফিকেট তৈরি এবং বিক্রি করার ঘটনায় সৌদি আরবে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। খবর সৌদি গেজেটের।

রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রেইদিস বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কর্তৃপক্ষ অপরাধীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা রিয়াদের একটি এলাকার একটি আবাসিক ইউনিটে এই অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল।

বিক্রির জন্য প্রস্তুত জাল পিসিআর সার্টিফিকেট এবং জালিয়াতি প্রক্রিয়ায় ব্যবহৃত সরঞ্জামগুলো ওই ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে বলেও জানান মেজর খালেদ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
X
Fresh