• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মুন জায়ে-ইন (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ১০ মে ২০১৭, ১২:৩১

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন দেশটির উদারপন্থী রাজনীতিবিদ মুন জায়ে-ইন।

জয়ের পরে সিওলে জাতীয় সংসদ ভবনে দেশটির ১৯তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মুন। এর আগে, ২০১২ সালে কারাগারে থাকা সদ্যবিদায়ী প্রেসিডেন্ট পার্কের কাছে অল্প ভোটে হেরে গিয়েছিলেন তিনি।

এসময় বর্তমান পরিস্থিতিতে পিয়ংইয়ং সফরের ইচ্ছা প্রকাশ করেন মুন। ক্ষমতা গ্রহণের পর প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে নিজেদের পূর্বের নীতি পরিবর্তন করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চেয়েছেন ৬৪ বছরের সাবেক এ মানবাধিকারকর্মী। এছাড়া দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের অপসারণে বিভক্ত হয়ে পড়া দক্ষিণ কোরিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের ইচ্ছাও প্রকাশ করেছেন মুন।

মঙ্গলবার ভোট গণনা শেষে দেখা গেছে মুন পেয়েছেন ৪১ দশমিক ১ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিবার্টি কোরিয়া পার্টির হং জুন-পিয়ো পেয়েছেন ২৫ দশমিক ৫ শতাংশ ভোট। মুন এমন একটি সময়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যখন একদিকে দেশটির আর্থিক সংকট মোকাবিলা করছে, অন্যদিকে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে কার্যত যুদ্ধাবস্থা পরিস্থিতি বিরাজ করছে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh