logo
  • ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯, ৩০ আশ্বিন ১৪২৬

পালোয়ান শিশু (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক
|  ১০ মে ২০১৭, ১১:৩৭ | আপডেট : ১০ মে ২০১৭, ১২:৫৭
চাহাত কুমার। আট মাসের শিশু। ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। ভারতের পাঞ্জাবের জন্ম নেয়া এ দানব শিশুকে দেখলেই মনে হবে আড়াই বছর পার করেছে। 

চাহাতে ক্ষুধার কোনো শেষ নেই ১০ বছরের শিশুর মতো আহার করে সে। আর সেজন্য শিশুটির খাবারের চাহিদা মেটাতে অনেকটা হিমশিম খাচ্ছে বাবা-মা সুরজ, রিনা। 

চাহাতের বাবা-মা বলেন, এটি ঈশ্বর প্রদত্ত, কিছু করার নেই তাদের। তবে ডাক্তাররা আট মাসের শিশুর এতো বেশি খাবার গ্রহণ নিয়ে চিন্তিত।

ভবিষ্যতে শিশুটির মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বলে তারা সতর্ক করেছেন।

চিকিৎসক বলেন, ১০ বছরের শিশু যে পরিমাণ খাবার খেয়ে থাকে, চাহাতকেও সে পরিমাণ খাবার দিতে হচ্ছে। ফলে তার ওজন বেড়ে চলেছে। 

চাহাতের শরীরের চামড়া ও রক্ত পরীক্ষা করে দেখা গেছে, স্বাভাবিকভাবে জন্মগ্রহণ সত্ত্বেও তার ওজন অত্যধিক।

শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন। ওজন নিয়ন্ত্রণ করতে না পারলে পরে বড় ধরনের সমস্যা তৈরি হবে বলেও জানিয়েছে চিকিৎসকরা। 

বাবা সুরজ কুমার বলেন, ওর যখন জন্মগ্রহণ করে তখন স্বাভাবিক ছিল। পরে ধীরে ধীরে ওজন বাড়তে থাকে।

দিনে দিনে তার ওজন শুধু বাড়ছে এবং তাকে প্রচুর খাওয়াতে হচ্ছে। 

এপি/এসএস 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়