• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাপানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০১৭, ১৭:৩৮

মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে জাপানের দক্ষিণাঞ্চলে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামিরও আশঙ্কা নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ৪। এটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মিয়াকো দ্বীপের অদূরে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, এ ঘটনায় কোনো সুনামির আশঙ্কা নেই, তবে সমুদ্রের পানি স্তরে সামান্য পরিবর্তন আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মিয়াকো দ্বীপে প্রায় ৫৫ হাজার লোক বাস করে। এটি তাইপে থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে ও টোকিও থেকে প্রায় ১৮৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh