• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অন্তর্বাস খুলে ভর্তি পরীক্ষা দিলো শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ মে ২০১৭, ২৩:৩৫

ভারতের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে এক ছাত্রীকে।

রোববার ছিল পরীক্ষা। সিবিএসই বোর্ডের ঠিক করে দেওয়া ড্রেস-কোড মেনে পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিছু ওই ছাত্রী তা মেনে আসেননি বলে পরীক্ষক তাকে অন্তর্বাস খুলতে নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরো অভিযোগ উঠেছে, পরীক্ষায় নির্ধারিত ড্রেস কোড মেনে চলতে গিয়ে ওই ছাত্রীদের উপরের অন্তর্বাস খোলার পাশাপাশি জিন্স প্যান্টও খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া'র।

ঘটনাটি ঘটেছে কেরালা রাজ্যের কন্নুর জেলায়। সেখানকার পায়ান্নুরের কোভাপ্পুরমের একটি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনাটি ঘটে।

পরীক্ষা হলে প্রবেশের আগে ধাতব কোনো হুক অথবা বোতাম জামায় রাখা যাবে না। এই নির্দেশিকা মেনে চলতে গিয়ে অন্তর্বাস খোলার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ ছাত্রীদের।

ছাত্রীর মা বলেন, আমার মেয়েকে জোর করে অন্তর্বাস খুলিয়ে পরীক্ষায় বসানো হয়। কারণ, পরীক্ষায় বসতে হলে আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। এর ফলে পরীক্ষা দিতে আসা ছাত্রীদের মনোবল ধাক্কা খেয়েছে বলেও দাবি করেছেন পেশায় শিক্ষিকা ওই নারী।

রাজেশ নাম্বিয়ার নামে আর এক ছাত্রীর পিতা জানান, তার মেয়েকেও জিন্স প্যান্ট বদল করতে হয়েছে কারণ তাতে ধাতব বোতাম ছিল।

রাজেশের অভিযোগ, শুধু তার মেয়েই নয়, অনেক মেয়েকেই একই ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ গণমাধ্যমগুলোর সঙ্গে কোন কথা বলেনি।

হেনস্থার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে কাছে দাবি জানিয়েছেন মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট বিন্দু কৃষ্ণা।

ভারতজুড়ে ১০৪টি শহরে ১১ লাখ শিক্ষার্থী মেডিকেল কলেজের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh