• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার ইংলিশ শব্দ ভান্ডারে পাকিস্তানি হতাশ সমর্থকের সেই ছবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২১, ১০:০৮
এবার ইংলিশ শব্দ ভান্ডারে ঠাঁই পেল পাকিস্তানি হতাশ সমর্থকের সেই ছবি   
ছবি- সংগৃহীত

এটা কোনো রসিকতা নয়, যখন মানুষ বলে ইন্টারনেটে কোনো কিছুর মৃত্যু নেই। কারো কোনো মিম একবার ভাইরাল হয়ে গেলে, সেখান থেকে আর নিজেকে ফিরিয়ে আনা যায় না। আপনাদের কি মনে আছে ২০১৯ সালের ভাইরাল হওয়া পাকিস্তানি ক্রিকেট সমর্থকের রাগান্বিত ছবির কথা। যা এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার সেই ছবিটি ভাইরাল জগৎ ছাপিয়ে এখন পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে। তার ছবিটি ব্যবহার করে একটি ইংরেজি শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে।

হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পেরেছেন, ভাইরাল হওয়া সেই ব্যক্তি হলেন শারিম আক্তার। যিনি সর্বশেষ ক্রিকেট বিশ্বকাপে আলাদা ঢং এ দাঁড়ানোর জন্য ভাইরাল হন। তার ছবিটি বর্তমানে ‘গ্যাফিকাল ব্যাখ্যা’ হিসেবে প্রকাশক একটি বইতে ব্যবহার করেছেন।

২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যকার খেলা চলাকালে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে প্যাভিলিয়নে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন শারিম। তার সেই ছবিটি ভাইরাল হয় নেটমাধ্যমে। এমনকি আইসিসির অফিশিয়াল টুইটার পেজ থেকেও শারিমের ছবি শেয়ার করা হয়েছিল।

এর আগে ছবিটি হং কং এর মিম মিউজিয়ামে স্থান পায়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
শো-রুম উদ্বোধনে ফেনীতে তামিম
তামিমের সেই বিজ্ঞাপন ইস্যুতে যা বললেন পাপন
X
Fresh