• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হামাসের নতুন নেতা ইসমাইল হানিয়া

অনলাইন ডেস্ক
  ০৭ মে ২০১৭, ২১:৪৬

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন-হামাসের নতুন নেতা মনোনীত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া।

একইসঙ্গে সংগঠনটির পরামর্শক পরিষদের প্রধান হয়েছেন বর্তমান নেতা খালেদ মেশাল।

শনিবার কাতারে সংগঠনটির বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান, নির্বাসিত হামাস নেতা মেশাল।

অপেক্ষাকৃত উদারপন্থী নতুন রাজনৈতিক নীতিমালা উপস্থাপনের পর, এবার শীর্ষপদে রদবদল আনলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।

২০০৬ সালে সাধারণ নির্বাচনে জয় পেয়ে প্রধানমন্ত্রীর শপথ নেন হানিয়া। পরের বছরই তাকে ক্ষমতা থেকে অপসারিত হতে হয়। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে হানিয়ার নেতৃত্বাধীন হামাস।

অভ্যন্তরীণ বেঠকে হামাসের পলিটব্যুরোর প্রধান হিসেবে হানিয়াকে মনোনিত করা হলেও, দলীয় নেতাদের ভোটাভুটির পর আনুষ্ঠানিক ঘোষণা হবে ১৫ মে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh