• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কেন শরণার্থী শিশুটির নাম রাখা হলো ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০১৭, ১৫:৪১

গেলো বছর ফেব্রুয়ারিতে মোহাম্মদ ও আফরা বিলান শরণার্থী হিসেবে সিরিয়া থেকে কানাডায় এসেছিলেন। নতুন করে জীবনযাপন শুরু করেন এ দম্পতি।

মেয়ে নায়া ও ছেলে নায়েলকে নিয়ে যুদ্ধবিধস্ত সিরিয়ার দামেস্ক থেকে তারা মন্ট্রিয়াল এসেছিলেন। যদিও অন্যদের মতো এয়ারপোর্টে তাদেরকে অভ্যার্থনা জানাতে হাজির হননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তবু এ দম্পত্তি দেশটিতে প্রবেশাধিকার পাওয়ার ধন্যবাদ জানাতে একটি বিশেষ উপহার দিয়েছেন ট্রুডোকে। আর উপহারটি হচ্ছে সদ্য জন্ম নেয়া ছেলে সন্তানের নাম রেখেছেন ট্রুডো। পুরো নাম জাস্টিন ট্রুডো অ্যাডাম বিলান। গেলো বৃহস্পতিবার ক্যালগিরেতে জন্মেছে সে।

শিশুটির বাবা ২৯ বছর বয়সী মোহাম্মদ সিরিয়ায় থাকাকালীন নাপিত হিসেবে কাজ করতেন। সিরিয়ান আর্মির টার্গেটও হয়েছিলেন তিনি।

সেখান থেকে মুক্তি পাওয়ার পর প্রশাসনের কঠোর নজরদারিতে ছিল তার পরিবার।

কানাডা সরকার যখন সিরিয়ার মানুষদের জন্য দ্বার খুললো, সঙ্গে সঙ্গে ভাগ্যের চাকাও ঘুরে গেলো পরিবারটির।

বিবিসিকে মোহাম্মদের স্ত্রী আফরা বলেন, কানাডা অনেক নিরাপদ। কোনো যুদ্ধ নাই এখানে। সবকিছুই আলাদা, সবকিছুই ভালো।

আফরা জানান, প্রাথমিকভাবে প্রচণ্ড শীতে কষ্ট হয়েছিল তাদের। কিন্তু এখন মানিয়ে নিতে পারছেন তারা। স্বামী মোহাম্মদের ইংরেজি উচ্চারণ ভালো হয়েছে। এখন সে একটি দোকানে কাজ করে বলে জানান তিনি।

আফরার ইচ্ছা, যে মহান ব্যক্তিটির নামের সঙ্গে নাম মিলিয়ে শিশু জাস্টিন ট্রুডোর নাম করণ, তার সঙ্গে একদিন দেখা করবেন সপরিবারে।

২০১৫ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৪০ হাজারের বেশি সিরিয়ান রিফুজিকে কানাডায় জায়গা দিয়েছে ট্রুডো সরকার।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh