• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল পাঁচ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২১, ১৮:৪৩
গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল পাঁচ শিশুর
প্রতীকী ছবি (ইনসেটে নাইজেরিয়ার নাগালা উপকণ্ঠের মানচিত্র)

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে পাঁচ শিশুর নির্মম মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ক্যামেরন সীমান্তবর্তী শহর নগালার উপকণ্ঠে অব্যবহৃত ওই গ্রেনেড নিয়ে খেলার সময় তা বিস্ফোরিত হয়।

ফ্রান্সভিত্তিক সংবাদসংস্থা এএফডি শুক্রবার (১৩ আগস্ট) মিলিশিয়া বাহিনীর সদস্যদের বরাতে এক প্রতিবেদরে এ খবর দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সাহারা রিপোর্টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জিহাদি বিরোধী মিলিশিয়াম্যান উমর কাচাল্লা জানান- এ শহরের উপকণ্ঠে একটি মাঠে একত্রে চলার সময় ওই পাঁচ শিশু গ্রেনেডটি পায়। তা নিয়ে তারা খেলা করার সময় দুর্ঘটনাবশত তাদের হাতেই সেটি বিস্ফোরিত হয়।

উমর আরও বলেন, তাদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই এবং অপর তিনজন ক্যামেরনের মাদাতে একটি হাসপাতালে মারা যায়। আরেক মিলিশিয়াম্যানও শিশুদের মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সেখানে এ গ্রেনেড বিস্ফোরিত হয় বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালের আগস্টে বোকো হারাম জিহাদি গ্রুপ বাণিজ্যিক কেন্দ্র গাম্বোরুর পাশাপাশি নগালা শহরও দখল করে। কানাডা বাহিনীর সহযোগিতায় নাইজেরিয়ার সৈন্যরা কয়েক মাস লড়াইয়ের পর ২০১৫ সালের সেপ্টেম্বরে পুনরায় এ দুই শহরের নিয়ন্ত্রণ নেয়। সূত্র : এএফপি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh