• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

পাখির আক্রমণে শিশুর মৃত্যু, পার্কে দর্শনার্থীদের ছাতা ব্যবহারের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২১, ১২:১৩
পাখির আক্রমণে শিশুর মৃত্যু, দর্শনার্থীদের ছাতা ব্যবহারের পরামর্শ
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার ম্যাগপি পাখির আক্রমণে মারা গেছে মিয়া নামের ৫ মাসের এক শিশু। পার্কে বেড়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, রোববার (৮ আগস্ট) দুপুরে শিশুটিকে কুইন্সল্যান্ডের ব্রিসবেনের হল্যান্ড পার্ক ওয়েস্টের গ্লিন্ডম্যান পার্কের নিয়ে যাওয়ার সময় সাদা-কালো রঙের পাখি শিশুটিকে আক্রমণ করে। পাখিটিকে তাড়ানোর সময় শিশুটির মা নিচে পড়ে যায়, যার ফলে শিশু মিয়া মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে দ্রুত কুইন্সল্যান্ড শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ব্রিসবেনের কর্মকর্তারা জুলাই এবং ডিসেম্বরের মধ্যে প্রজনন মৌসুমে বিমান হামলা রোধ করার প্রচেষ্টায় পার্ক থেকে বেশ কয়েকটি ম্যাগপি সরিয়ে দেয়। শিশুটির সাথে ঘটে যাওয়া এমন মর্মান্তিক ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রশাসন ম্যাগপি পাখির আক্রমণ ঠেকাতে দর্শনার্থীদের টুপি এবং ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

শিশুটির পরিবার তার মৃত্যুতে শোকাহত ও হতবাক।

এমআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত অস্ট্রেলিয়ার
সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮ 
অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা
X
Fresh