• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাইপে লিক হওয়া গ্যাসে দিল্লিতে ২০০ শিক্ষার্থী অসুস্থ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মে ২০১৭, ১৬:৪৯

ভারতের দক্ষিণ দিল্লির তুঘলকাবাদে পাইপ লিক হয়ে বের হওয়া গ্যাসে অসুস্থ হয়ে পড়েছে পাশের স্কুলের ২০০ শিক্ষার্থী। বর্তমানে ৪টি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ দিল্লির তুঘলকাবাদে অবস্থিত রানী ঝাঁসি সর্বোদয় কন্যা বিদ্যালয়ের পাইপ লাইন দিয়ে গ্যাস বের হতে থাকে। ঝাঁঝালো গ্যাসে শিক্ষার্থীদের চোখে জ্বালা শুরু হয়। খবর পেয়ে দমকল বাহিনীর ৭টি গাড়ি ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যায়।

কীভাবে কোথা থেকে এ গ্যাস বের হচ্ছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh