• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মন্দির সংস্কার করে হিন্দুদের হাতে তুলে দিলো পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২১, ১৯:১৮
মন্দির সংস্কার করে হিন্দুদের হাতে তুলে দিলো পাকিস্তান সরকার
সংগৃহীত

পাকিস্তানের সরকার জানিয়েছে, সংস্কারের পর একটি মন্দির হিন্দুদের হাতে তুলে দেয়া হয়েছে। গত সপ্তাহে দেশটির পাঞ্জাব প্রদেশে ওই মন্দিরটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল একদল লোক। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পরে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রদেশটির রাজধানী লাহোর থেকে প্রায় ৫৯০ কিলোমিটার দূরে রাহিম ইয়ার খান জেলার ভং শহরে গত বুধবার ওই মন্দিরটিতে শত শত মানুষ হামলা চালায়। আট বছরের এক হিন্দু শিশু একটি মাদরাসায় পবিত্রতা নষ্ট করায় ক্ষোভে হামলা চালায় জনতা।

বিক্ষুদ্ধ জনতা অস্ত্র, লাঠি এবং বাঁশ নিয়ে মন্দিরটিতে হামলা চালায়। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায় তারা। এসময় তারা ব্যাপক ভাঙচুর চালায় এবং মন্দিরের একটি অংশ আগুন দিয়ে পুড়িয়েও দেয় তারা।

হামলাকারীরা ভেতরে থাকা মূর্তি, দেয়াল, দরজা এবং ইলেকট্রিক ফিটিংসের ক্ষতি সাধন করে। রাহিম ইয়ার খান জেলার পুলিশ কর্মকর্তা আসাদ সরফরাজ বলেছেন, সরকার মন্দিরের সংস্কারকাজ শেষ করেছে। এখন সেটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে হস্তান্তর করা হয়। সেখানে এখন প্রার্থনা করা যাবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
পাকিস্তান সরকারের স্থায়িত্ব নিয়ে ইমরানের ভবিষ্যদ্বাণী
বিদেশি চাপে নির্বাচনের অনিয়ম তদন্ত করবে না পাকিস্তান সরকার
X
Fresh