• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মাদরাসার কার্পেটে মূত্রত্যাগ করায় আটক আট বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২১, ১১:২০
মাদ্রাসার কার্পেটে মূত্রত্যাগ করে আট বছরের শিশু আটক
প্রতীকী ছবি

ধর্ম অবমাননার অভিযোগে আনা হলো আট বছরের এক শিশুর বিরুদ্ধে। পাকিস্তানের ওই শিশুকে ব্লাসফেমি আইনে এক মামলায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।পাকিস্তানে ধর্ম অবমাননায় সবচেয়ে কম বয়সীর বিরুদ্ধে মামলার ঘটনা এটি। শিশুটি হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার জানায়, শিশুটির বিরুদ্ধে অভিযোগ- গত মাসে সে ইচ্ছাকৃতভাবে স্থানীয় একটি মাদরাসার কার্পেটে মূত্রত্যাগ করেছে।

পাকিস্তানের আইন অনুসারে, ইসলাম ধর্ম অবমাননার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এদিকে শিশুটির পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই পাঞ্জাবের রক্ষণশীল রহিম ইয়ার খানের এলাকায় আত্মগোপনে রয়েছে।

অজ্ঞাত অবস্থান থেকে ছেলেটির পরিবারের এক সদস্য জানান, ধর্ম অবমাননার বিষয় সম্পর্কে শিশুটি কিছু জানেই না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সে এখনো জানেই না কোনটা ভুল আর কোনটা ঠিক। তাকে এক সপ্তাহ ধরে আটকে রাখা হয়েছে। সূত্র : দ্য গর্ডিয়ান

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh