• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সরকারের হু'মকিতে টিকা নিতে লম্বা লাইন পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২১, ১৮:৩২
সরকারের হুমকিতে টিকা নিতে লম্বা লাইন পাকিস্তানে
সংগৃহীত ছবি

করোনা মহামারি ঠেকাতে স্বাস্থ্যবিধির পাশাপাশি টিকাকরণের উপর গুরুত্ব দিচ্ছে পুরো বিশ্ব। সেই ধারাবাহিকতা রক্ষার্থে পাকিস্তান সরকারও নিয়েছে নানা পদক্ষেপ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানে শুরুর দিকে টিকাগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও দেশটিতে এখন দৈনিক ১০ লাখ করে মানুষ টিকা নিচ্ছে।

এর আগে গত মাসে দেশটির কেন্দ্রীয় সরকার ঘোষণা দেয়, টিকাগ্রহণ ছাড়া কোনো কর্মীকে অফিস, স্কুল, রেস্টুরেন্ট, যানবাহন, শপিং মল কোথাও প্রবেশ করতে দেয়া হবে না। তারপরই সেখানে টিকাগ্রহণকারীর সংখ্যা বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে জানায়, এই সপ্তাহে কিছু জায়গায় টিকাগ্রহণের সারি এক কিলোমিটারেরও বেশি লম্বা হয়েছে।

লাইনে দাঁড়ানো ব্যাঙ্কার আবদুল রউফ জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে করোনাকে ভয় না পেলেও বেতন বন্ধের ভয়ে টিকা নিতে এসেছেন।

টিকা নেয়ায় অনাগ্রহ পাকিস্তানিদের জন্য নতুন নয়। দেশটি ইতোমধ্যে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত অন্য টিকা, বিশেষত পোলিও নিয়ে ভুল তথ্যে জর্জরিত। সূত্র : রয়টার্স

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh