• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ সাড়ে ২০ হাজার করোনা রোগী শনাক্ত

  ০৫ আগস্ট ২০২১, ১৫:৩১
মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ সাড়ে ২০ হাজার করোনা রোগী শনাক্ত
সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মালয়েশিয়ায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২০ হাজার ৫৯৬ জন করোনায় সংক্রমিত হয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ ১৯ হাজার ৮১৯ জন সংক্রমিত হয়েছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টানা দ্বিতীয়দিনের মতো সর্বোচ্চ সংক্রমণের এ তথ্য জানানো হয়। বরাবরের মতো অধিক সংক্রমণে এগিয়ে সেলাঙ্গর রাজ্য।

রাজ্যটিতে এদিন ৮ হাজার ৫৪৯ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এছাড়া কুয়ালালামপুরে ২ হাজার ১৬৩, কেদাহ রাজ্যে ১ হাজার ৪৪৬, জোহরে ১ হাজার ৩০০, সাবাহতে ১ হাজার ৬২ ও পেনাং রাজ্যে ১ হাজার ২২ জন রোগী করোনায় সংক্রমিত হয়েছেন।

উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে সরকারের কঠোর বিধিনিষেধের পরও কোনোভাবেই কমছে না সংক্রমণ। বিশেষ করে সেলাঙ্গর ও রাজধানী কুয়ালালামপুরে করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার। এই রাজ্যগুলোর বেশিরভাগ হাসপাতাল করোনার রোগী দিয়ে ভরা। নতুন কেউ সংক্রমিত হলে তাই বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস পালন
মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ১৩৭
৩৯ প্রবাসী বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
X
Fresh