• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২১, ১৭:০১
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৪১
সংগৃহীত

আফ্রিকার দেশ মালির দক্ষিণ-মধ্যাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে। তারা বলছে, পণ্যবাহী এবং শ্রমিকবোঝাই একটি ট্রাক যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে ওই ব্যক্তিরা নিহত হয়। খবর রয়টার্সের।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ওআরটিএম জানিয়েছে, ট্রাকের একটি টায়ার ফেটে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারান এটির চালক। এরপরই ট্রাকটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

সেগৌ শহরের ২০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের গতি এত বেশি ছিল যে, বাসের সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদৌন ওলদ মামৌনি বলেছেন, এ ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছে। এর আগে ৩৭ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল তারা।

আফ্রিকা মহাদেশের বেশির ভাগ দেশেরই রাস্তাঘাট খুব ভালো নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র হিসাব মতে মহাদেশটিতে প্রতি ১ লাখে ২৬ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজ ছিনতাইয়ে শিশুদের কাজে লাগাচ্ছে সোমালিয়ার জলদস্যুরা
দস্যুদের নতুন কৌশলের কথা জানালেন নাবিক
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
জিম্মি জাহাজে সামরিক অভিযান চায় না মালিকপক্ষ
X
Fresh