• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইরানকে আমরা একাই সামলাতে পারি: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ২৩:০৮
ইরানকে আমরা একাই সামলাতে পারি ইসরায়েল
সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, তার দেশ একাই ইরানকে সামলাতে পারে। এমন এক সময় নাফতালি এই মন্তব্য করলেন যখন ওমানের সমুদ্র উপকূলে ইসরায়েলি ট্যাংকারে হামলার ঘটনায় ‘সম্মিলিত’ জবাব দেয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর ফ্রান্স টুয়েন্টি ফোরের।

মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিদর্শনে যান নাফতালি। সেখানে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্ববাসীর সঙ্গে পদক্ষেপ নিতে চাই। তবে একই সঙ্গে আমরা নিজেরাও পদক্ষেপ নিতে চাই।

গত সপ্তাহে ওমানের সমুদ্র উপকূলে ইসরায়েল পরিচালিত এক ট্যাংকারে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইরানকেক দায়ী করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।

এর আগে লন্ডনভিত্তিক ইসরায়েলি ধনকুবের ইয়াল অফারের ‘জোডিয়াক মেরিটাইম কোম্পানি’ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ওমান উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। ওই হামলায় তাদের দুই ক্রু নিহত হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
একদিনে ৭ জনের শিরশ্ছেদ করল সৌদি 
ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের বশির
যুদ্ধ বন্ধে মার্কিন ভেটো শতাব্দীর সেরা কূটনীতিক বিপর্যয় : ইরান
X
Fresh