• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-ভারত সীমান্তে এনএলএফটি’র সঙ্গে সংঘর্ষে ২ বিএসএফ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ২২:৪৬
বাংলাদেশ-ভারত সীমান্তে এনএলএফটি’র সঙ্গে সংঘর্ষে ২ বিএসএফ সদস্য নিহত, আরটিভি
সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে এনএলএফটি (ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা) সদস্যদের সঙ্গে সংঘর্ষে বিএসএফের দুই সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমানায় বিএসএফ সৈন্যদের টহলদারির সময় এই ঘটনা ঘটে। খবর আনন্দবাজারের।

বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজ্যের ঢালাই জেলায় আন্তর্জাতিক সীমানায় আর সি নাথ বিএসএফ চৌকির কাছেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টরও রয়েছেন।

বিএসএফ জানিয়েছে, টহলদারির সময় হঠাৎ করে এনএলএফটি’র কয়েকজন সদস্য হামলা চালায়। পাল্টা জবাব দেয় তারাও। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এসময় সাব-ইন্সপেক্টর ভুরু সিংহ এবং হাবিলদার রাজকুমার গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। ওই দুই সদস্যের কাছ থেকে অস্ত্র লুট করে নেয় এনএলএফটি।

এই সংঘর্ষে এনএলএফটি’র কয়েকজন আহত হয়েছে বলেও দাবি করেছে বিএসএফ। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
ঈশ্বরদী রেল ক্রসিংয়ে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষ
X
Fresh