• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বানান ভুলে বিয়ের অযোগ্য যে পাত্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০১৭, ১৮:৩০

কনেপক্ষের বাড়ি গেলেন পাত্রপক্ষ। হবু বর ও কনে দুজনে আলাদা কথা বলতে গেল। শুরুতেই মেয়েটির হাতে ডায়েরি ধরিয়ে দিলেন পাত্র। একের পর এক বাক্য লিখতে দিলেন। দক্ষতার সঙ্গেই মেয়েটি সব উত্তর দিলো।

তবে মেয়েটিও কম যায় না। শুরু করলো হবু বরের পরীক্ষা। লিখতে দিলো কয়েকটি বাক্য। সবকটাতেই একগাদা বানান ভুল করলো পাত্র। মেয়েটি আর যায় কোথায়- বিয়ের প্রস্তাবে সরাসরি না। কোনোভাবেই তাকে আর রাজি করানো গেল না।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মৈনপুরি জেলায়। পাত্রের বাড়ি একই জেলার ফারাক্কাবাদে।

ভারতীয় গণমাধ্যম বলছে, ছেলেটিকে হিন্দিতে ‘সাম্প্রদায়িক’ এবং ‘দৃষ্টিকোণ’ বানান লিখতে বলা হয়েছিল। দুটি বানানই ভুল করে সে, এমনকি নিজের ঠিকানাটাও সঠিকভাবে লিখতে পারেননি পাত্র।

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পাত্রের হিন্দি শিক্ষার এ হাল দেখে তাৎক্ষণিকভাবেই অমত করে বসেন প্রাথমিক উত্তীর্ণ মেয়েটি। ভেঙে যায় বিয়ে।

এসজে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh