• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মধ্যপ্রদেশে ভারি বৃষ্টিপাত থেকে বন্যা, সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ১৯:৩৪
মধ্যপ্রদেশে ভারি বৃষ্টিপাত থেকে বন্যা, সেনা মোতায়েন
সংগৃহীত

নজিরবিহীন বৃষ্টিপাতে হঠাৎ বন্যা দেখা দিয়েছে ভারতের মধ্যপ্রদেশে। বেড়ে গেছে নদীর পানি। এর ফলে ডুবে গেছে বহু নিম্নাঞ্চল। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ভারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ১ হাজারের বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর টাইমস নাউ নিউজের।

রাজ্যের শিবপুরি জেলার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। গোয়ালিওর-চম্বল অঞ্চলে ১ হাজার ১৭১টি গ্রাম ডুবে গেছে। গত একদিন ধরেই ওই গ্রামগুলো পানির নিচে রয়েছে।

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। চৌহান জানান, তাকে সব রকম সহায়তা দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।

তিনি বলেন, শিবপুরীর বিচি গ্রামে একটি গাছের ওপর তিনজন ব্যক্তি একদিনের বেশি সময় ধরে আটকে ছিলেন। মঙ্গলবার একটি নৌকায় করে তাদের উদ্ধার করেছে রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।

এদিকে শিবপুরী, শেওপুরি, গোয়ালিওর এবং দাতিয়া জেলায় অভিযান চালানোর জন্য ভারতীয় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পানির নিচে ডুবে যাওয়া গ্রামগুলোতে নৌকার সাহায্যে অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
মুক্তি পাওয়ায় নাবিকদের বাড়িতে খুশির বন্যা
শততম ম্যাচে ব্রাদার্সকে গোল বন্যায় ভাসালো বসুন্ধরা কিংস
ভারী বৃষ্টিতে সৌদিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা
X
Fresh