• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রেসিডেন্টের চেয়ারে বসেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বললেন রাইসি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ১৫:২১
আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হয়েই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বললেন রাইসি
অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. ইবরাহিম রাইসি - সংগৃহীত ছবি

সাইয়্যেদ ইবরাহিম রাইসিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ইবরাহিম রাইসিকে প্রেসিডেন্ট হিসেবে সত্যায়ন করেন তিনি। এর মাধ্যমে রাইসি আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন।

আরও পড়ুন...শূকরের জন্য কেন ১৩তলা হোটেল বানালো চীন

আনুষ্ঠানিক অনুমোদন অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে রাইসি বলেন, ইরানের ওপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অত্যাচারী’ নিষেধাজ্ঞা সরাতে আমরা পদক্ষেপ নেবো।

গত ১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের সাবেক প্রধান ইবরাহিম রাইসি ভূমিধস বিজয় লাভ করেন। আজকের অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা ইবরাহিম রাইসিকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়ার পরপরই প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে। হাসান রুহানি গত দুই মেয়াদে আট বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত সবাই করোনা ভাইরাসের কারণে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন। এতে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনের বিষয়ে একটি রিপোর্ট পেশ করেন যাতে ইবরাহিম রাইসির বিজয় নিশ্চিত করা হয়।

আগামী বৃহস্পতিবার ইরানের জাতীয় সংসদে প্রেসিডেন্ট রাইসি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ওই অনুষ্ঠানে বিশ্বের ৭৩টি দেশের অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সূত্র : পার্সটুডে

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh