• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

২৪ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ১২:৩৩
২৪ রুশ কুটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভ - সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ২৪ জন রাশিয়ান কূটনীতিককে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভ এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভের বরাতে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার এই ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাদের এখান থেকে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি ভিসা দেয়ার প্রক্রিয়া কঠোর করেছে ওয়াশিংটন। এ কারণে রাশিয়ার যে ২৪ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছেন, তাদের প্রায় সবার ক্ষেত্রেই অন্য কেউ নতুন করে স্থলাভিষিক্ত হচ্ছেন না।

তবে কোনো সুনির্দিষ্ট বিরোধ থেকে ওয়াশিংটন এমন নির্দেশ দিয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানাননি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। এ বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি বার্তাসংস্থা রয়টার্স।

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh