• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফের উহানে ছড়াচ্ছে করোনা, গণহারে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ১১:৫৮
ফের উহানে ছড়াচ্ছে করোনা, গণহারে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

সংক্রমণ শুরুর এক বছর যেতে না যেতেই ফের করোনার প্রকোপ বেড়েছে চীনে। করোনার প্রথম সংক্রমণস্থল উহানে ফের আক্রান্তের খোঁজ মেলায় সেখানকার সব বাসিন্দার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মঙ্গলবার উহান প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। সোমবার উহানের প্রশাসনিক কর্মকর্তারা জানায়, শহরের পরিযায়ী শ্রমিকদের মধ্যে সাত জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

এক বছর পরে এই ঘটনা ঘটেছে। তার পরেই সব বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। গণপরিবহণ বন্ধ করে দেয়া হয়েছে। গণ হারে নমুনা পরীক্ষাও শুরু হয়েছে।

এই উহানেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। পরবর্তীতে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। যদিও সবার আগে চিনেই সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছিল। তবে এক বছর পরে ফের সেখানে আক্রান্তের খোঁজ মিলল।

মঙ্গলবার চিনে ৬১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। বিমানবন্দরের সাফাই কর্মীদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন। উহানের পাশাপাশি রাজধানী বেইজিংয়েও শুরু হয়েছে নমুনা পরীক্ষা। ধীরে ধীরে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াচ্ছে তারা। সূত্র : এবিপি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh