• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চীনের হেনান প্রদেশে বন্যায় মৃ'ত্যু বেড়ে ৩০২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ১০:৪৪
চীনের হেনান প্রদেশে বন্যায় মৃত্যু বেড়ে ৩০২
চীনের হেনান প্রদেশে বন্যায় মৃত্যু বেড়ে ৩০২

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে গত মাসের বন্যায় সোমবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২-এ। কর্মকর্তারা জানান, গত সপ্তাহে এই মৃতের সংখ্যা ছিল ৯৯। এখন সেই সংখ্যা ৩গুন হয়েছে। বেশির ভাগ লোকের মৃত্যু হয়েছে প্রাদেশিক রাজধানী ঝেঙজহাউতে।

চীনের ইয়েলো নদীর পাড়ে অবস্থিত ঝেঙজহাউতে বাস করেন ১ কোটি ২০ লাখ জনগণ, যেখানে বন্যার তোড়ে ২৯২ জন এবং সাবওয়ে প্লাবিত হয়ে ১৪ জনের মৃত্যু হয়। সর্বমোট ঝেঙজহাউতে গ্যারেজ এবং টানেলসহ ভূগর্ভস্থ জায়গায় ৩৯ জন মারা যান।

গত মাসে ৩দিন ধরে ঝেঙজহাউতে ৬১৭ মিলিমিটার বা ২৪.৩ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, যা সেখানকার বার্ষিক গড় বৃষ্টি ৬৪০.৮ মিলিমিটারের প্রায় সমান। ভারী বৃষ্টিপাতের কারণে গুরুত্বপূর্ণ এই শহরে যাতায়াত ও শিল্প নগরী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র : রয়টার্স

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh