• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

একসঙ্গে চার ছেলের জন্ম!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২১, ২৩:৫৪
একসঙ্গে চার ছেলের জন্ম
সংগৃহীত

একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন একজন নারী। তবে তার চার সন্তানই আবার ছেলে। প্রতি ৭০ হাজার জনের মধ্যে মাত্র একজন একসঙ্গে চার সন্তানের জন্ম। এমন বিরল ঘটনায় স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র এক দম্পতি। খবর খালিজ টাইমসের।

ওই দম্পতি আমিরাতে বাস করলেও আসলে তারা মিশরীয়। এই দম্পতির আগে থেকে তিনটি মেয়ে রয়েছে। তারা হচ্ছে- হাবিবা (১১), ফারাহ (৬) এবং রাহমা (৪)। কিন্তু তারা আরও সন্তান নিতে চাইছিলেন। তাই শারজাহ’র এনএমসি রয়েল হাসপাতালে আইভিএফ প্রক্রিয়ার সাহায্য নেন তারা।

৩৩ বছর বয়সী সাত সন্তানের মা হিবা (ছদ্মনাম) বলেন, আমার গর্ভধারণ উচ্চ ঝুঁকির ছিল। কিন্তু সব প্রতিকূলতা ছাপিয়ে আমি চারটি ছেলে সন্তানের জন্ম দিয়েছি। গত ৬ জুলাই তাদের জন্ম হয়। প্রত্যেকের ওজন ১.৬ থেকে ২ কেজি পর্যন্ত। ২০ জন ডাক্তার এবং নার্স মিলে এই জন্ম প্রক্রিয়ায় অংশ নেন।

ইতোমধ্যেই ওই চার শিশুর নাম রাখা হয়েছে। তাদের নাম যথাক্রমে- আহমাদ, আদম, মোহাম্মদ এবং মালেক। এটা হিবার চতুর্থ সিজারিয়ান ছিল। তার আগের তিন মেয়েও একই প্রক্রিয়ায় অর্থাৎ সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় জন্ম নিল অদ্ভুত আকৃতির ছাগল
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
সখীপুরে প্রবাসীর স্ত্রীর একসঙ্গে ৬ সন্তান জন্ম, বেঁচে নেই কেউ
ঈদযাত্রায় ট্রেনে সন্তান জন্ম দিলেন প্রসূতি
X
Fresh