• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আমিরাতগামী বাংলাদেশি যাত্রীবহন বন্ধের মেয়াদ বাড়ালো এমিরেটস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২১, ১৭:৩২
আমিরাতগামী বাংলাদেশি যাত্রীবহন বন্ধের মেয়াদ বাড়ালো এমিরেটস
সংগৃহীত ছবি

বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার যাত্রীদের জন্য সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট ৭ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুবাইভিত্তিক বিমান পরিবহন সংস্থাটি বৃহস্পতিবা এক বিবৃতিতে জানায়, তারা আমিরাত সরকারের নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন ঘোষণায় বলা হয়েছে, যদি কোনো যাত্রী বিগত ১৪ দিনের মধ্যে উল্লেখিত চার দেশের সঙ্গে সংযুক্ত থাকেন, তাহলে তিনিও আমিরাতে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এ ধরনের যাত্রীদের আমিরাত ভ্রমণ আপাতত বন্ধ।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী এবং কূটনৈতিক মিশনের সদস্যদের মধ্যে যাদের সঙ্গে আমিরাত সরকারের করোনা সম্পর্কিত হালনাগাদ নিয়মকানুন সামঞ্জস্যপূর্ণ হবে, তারা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

সংস্থাটি আরও জানিয়েছে, করোনাবিধির কারণে যাদের ফ্লাইট বাতিল হচ্ছে, তারা চাইলে টিকিট রেখে দিতে পারেন; যখন ফ্লাইট চালু হবে, তখন এমিরেটস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বুকিং পরিবর্তন করতে পারবেন।

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh