• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাওনা টাকা চাওয়ায় গাড়িচাপা দেয়ার চেষ্টা পুলিশের

অনলাইন ডেস্ক
  ০৩ মে ২০১৭, ১৫:০৯

ভারতের মুম্বাই শহরে অতুল পাথে নামের এক পথচারীকে গাড়িচাপা দেয়ার চেষ্টা করেন পুলিশ কনস্টবল রমেশ আওয়াতে। পাওনা টাকা ফেরত চাওয়ার কারণেই অতুলকে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় কনস্টবল রমেশ আওয়াতে পুলিশের পোশাকে ছিলেন না।

মুম্বাইয়ের থানে এলাকার ওই ঘটনাটি ধরা পড়ে স্থানীয় একটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতে দেখা যায়, কালো জামা পরা অতুলকে গাড়ি চালিয়ে ঠেলে নিয়ে যান ওই পুলিশ সদস্য। চাপা খাওয়া থেকে বাঁচতে এক পর্যায়ে গাড়ির বনেটের ওপর ওঠার চেষ্টা করেন তিনি। পরে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে যান। এ ঘটনায় তেমন কোনো আঘাত পাননি অতুল।

অতুল বলেন, তার মায়ের কাছ থেকে তিন লাখ রুপি ধার নিয়েছিলেন ওই পুলিশ কনস্টবল। তার কাছে টাকা ফেরত চেয়েছিলেন অতুল। তখনই রেগে গিয়ে তার ওপর গাড়ি চালিয়ে দিতে চান ওই কনস্টবল।

কনস্টবল রমেশ এর আগে পুলিশ কর্মকর্তা বিজয় সালাকসারের গাড়িচালক ছিলেন। বিজয় ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন।

এদিকে ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কনস্টবল রমেশকে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh