• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কৃষ্ণাঙ্গ হত্যায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনবে না আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ মে ২০১৭, ১১:৩৯

আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যে গেলো গ্রীষ্মে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যায় দুই শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিচার বিভাগ।

দেশটিতে এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যাটন রুজ প্রতিবাদে প্রদর্শিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কৃষ্ণাঙ্গ ব্যক্তি অ্যাল্টন স্টার্লিংকে চেপে ধরে ওই শ্বেতাঙ্গ পুলিশদের গুলি করতে।

বিচার বিভাগের এ সিদ্ধান্ত অঙ্গরাজ্যটির মেয়র ও স্টার্লিংয়ের পরিবারকে জানানোর আগেই গেলো মঙ্গলবারে তা ফাঁস হয়ে গেছে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমে। এরপর থেকেই হত্যাকাণ্ডের স্থানে মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ করতে শুরু করে।

এছাড়া মঙ্গলবার রাতেও আরো অনেক বিক্ষোভকারীকে শহরটির পুলিশ সদরদপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

আমেরিকা নাগরিক অধিকার তদন্ত ব্যবস্থা খুলে দেয়ার পরপরই একটি দোকানের বাইরে সিডি বিক্রিরত অবস্থায় ৩৭ বছরের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যা করে মার্কিন পুলিশ।

এরপর থেকেই মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের দ্বারা আফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের গুলি চালিয়ে হত্যার বিষয়টি নিয়ে নতুন বিতর্ক শুরু হয় আমেরিকায় ।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমেরিকার পর ইউরোপেও চাপের মুখে টিকটক
১১ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh