• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তালেবানদের দৌরাত্ম্য রুখতে আফগানিস্তানে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২১, ১৮:০১
তালেবানদের দৌড়াত্ম রুখতে আফগানিস্তানে কারফিউ জারি
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে একের পর এক জেলাসমূহ দখল করে নিচ্ছে তালেবান। তালেবানদের দখল করা এলাকাগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছে আফগানিস্তানের সেনাবাহিনী। এজন্য পুরো দেশেই কারফিউ জারি করেছে আফগান সরকার।

রাজধানী কাবুল ও আরো দু'টি প্রদেশ ছাড়া অন্য সব অঞ্চলে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত সব ধরণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, সহিংসতা কমানো এবং তালেবানদের চলাচল সীমিত রাখার উদ্দেশ্যে ৩১টি প্রদেশে এ কারফিউ জারি করা হয়েছে। তবে কাবুল, পাঞ্জশির ও নানগারহার প্রদেশ এই কারফিউর বাইরে থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার পর থেকেই গত দুই মাসে আফগান সরকার ও তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

বিশ বছর আগে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আক্রমণের পর ক্ষমতাচ্যুত হয় কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। আগামী ৩১শে অগাস্ট আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে মার্কিন কার্যক্রম সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh