• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হজ শেষে ফের ওমরা শুরু পবিত্র নগরীতে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২১, ১৫:২০
হজ শেষে ফের ওমরা শুরু পবিত্র নগরীতে
সংগৃহীত ছবি

হজ শেষে সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে আবার ওমরা শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে হজের পর রোববার ভোরে মসজিদুল হারামে ওমরা করার জন্যে প্রথম দলটি এসেছে বলে খবর জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

খবরে বলা হয়, পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান 'রিয়াসা শুওন আল-হারামাইন' ওমরা পালন করতে আসা ব্যক্তিদের করোনা ভাইরাস সংক্রমণ নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ ব্যবস্থাপনার মধ্য দিয়ে ওমরা পালনে সহায়তা করে।

এর আগে হজের কারণে গত সপ্তাহে ওমরা পালন স্থগিত রাখা হয়েছিল। হজ শেষে নতুন করে তা আবার চালু করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে সতর্কতায় দ্বিতীয় বছরের মতো সৌদি আরবের বাইরে থেকে কেউ হজের সুযোগ পাননি। দেশটিতে বাস করা ১৫-৬৫ বছর বয়সী সৌদি নাগরিক ও বিদেশী বাসিন্দাদের করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা দেয়া সাপেক্ষে হজের অনুমতি দেয়া হয়। হজের অনুমতির জন্য পাঁচ লাখের বেশি আবেদন থেকে বাছাই করে সৌদি আরবে বাস করা ১৫০ দেশের মোট ৬০ হাজার আবেদনকারীকে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় হজের অনুমতি দেয়।

সূত্র : সৌদি গেজেট

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh