• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

খাবার আনার জন্য হেলিকপ্টার ভাড়া!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২১, ১২:২৫
খাবার আনার জন্য হেলিকপ্টার ভাড়া!
সংগৃহীত

জনপ্রিয় খাবার বাসার আনার জন্য হেলিকপ্টার ভাড়া করেছেন এক ব্যক্তি। মালয়েশিয়ার ইপোহ থেকে বিখ্যাত ‘নাসি গাঞ্জা’ খাবার কুয়ালালামপুরে আনার জন্য হেলিকপ্টার ভাড়া করেন ওই ব্যক্তি। এ ঘটনায় তদন্ত করছে দেশটির পুলিশ। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।

করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়ায় এখন মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি রয়েছে। তবে ওই ব্যক্তির এমন কাণ্ডে সেই অর্ডার ভঙ্গ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পেরাক পুলিশ প্রধান মিওয়র ফরিদালাথারাস বলেন, হেলিকপ্টারের মালিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তদন্ত করা হবে।

তিনি বলেন, আন্তঃপ্রদেশ বা আন্তঃজেলা ভ্রমণের ক্ষেত্রে নিয়ম ভঙ্গ হয়েছে কিনা তা ওই ব্যক্তি এবং কোম্পানিটির বিরুদ্ধে খতিয়ে দেখা হবে। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব ইনফেকশাস ডিজিজেস অ্যাক্টের অধীনে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।

এর আগে ৩৬ প্যাকেট নাসি গাঞ্জা নিতে পেদাং ইপোহ’য় একটি হেলিকপ্টার অবতরণ করে। কুয়ালালামপুরের একজন ক্রেতা ওই খাবার অর্ডার করেছিলেন। ফরিদালাথারাস বলেন, ওই হেলিকপ্টারটির কেবল সুলতান আজলান শাহ এয়ারপোর্টে নামার অনুমতি ছিল। কিন্তু সেটা পাদাং ইপোহ’তে অবতরণ করে খাবার সংগ্রহ করে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা করল আরেক বাংলাদেশি
মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুসংবাদ
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ৫
X
Fresh