• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২১, ১০:১০
সাবেক মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রসে
সাবেক মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস

বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এবং সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সম্প্রতি হংকং ইস্যুতে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে এমন পদক্ষেপ নিলো বেইজিং। খবর বিবিসির।

চীনের নিষেধাজ্ঞায় সাবেক মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রসের নামও রয়েছে। এমন এক সময় চীন এই পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করলো যখন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শার্মেনের বেইজিং সফর করার কথা রয়েছে।

হংকংয়ে নিরাপত্তা অভিযানে ভূমিকা থাকা চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি হংকংয়ে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দিয়েছিল ওয়াশিংটন।

গণতন্ত্রপন্থী ব্যাপক বিক্ষোভের পর গত বছর হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালু করে চীন। রাষ্ট্রীয় বা দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানো, ক্ষমতাসীনদের সমালোচনা এবং বিদেশি বাহিনীর সঙ্গে জোটবদ্ধতা অপরাধ হিসেবে গণ্য হবে এই আইনে। এজন্য সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারা খাটতে হবে অভিযুক্ত ব্যক্তিকে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, হংকংয়ের ব্যবসার পরিবেশকে ভিত্তিহীনভাবে নষ্ট করতে এবং আন্তর্জাতিক লঙ্ঘন লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্পর্কের মূল্যবোধ ভঙ্গ করতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তারা জানায়, রসসহ আরও সাতজন ব্যক্তি এবং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী রস হুয়াওয়ে এবং জেটিই’র মতো চীনা টেলিকম জায়ান্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
উইকিলিকসে সিআইএর হ্যাকিং সরঞ্জাম ফাঁস, মার্কিন কর্মকর্তার ৪০ বছর কারাদণ্ড
গাজার গণহত্যায় সমর্থন দিয়ে যাওয়ায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ
X
Fresh