• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৪৫ অভিবাসী নিয়ে তুরস্ক উপকূলে নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২১, ২১:৩৫
৪৫ অভিবাসী নিয়ে তুরস্ক উপকূলে নৌকাডুবি
ছবি: রয়টার্স থেকে

তুরস্ক উপকূলে ৪৫ জন অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে গেছে। এদের মধ্যে ৮জন নিখোঁজ রয়েছে। বাকী ৩৭ জনকে দেশটির নৌবাহিনী জাহাজ ও বিমান দিয়ে উদ্ধার করেছে। শুক্রবার (২৩ জুলাই) এসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় শহর কাস থেকে দক্ষিণ-পশ্চিমে ২৫৯ কিলোমিটার দূরে বৃহস্পতিবার ওই নৌকাডুবির খবর পায় নৌবাহিনী। এরপরই তাদের উদ্ধারে অভিযান শুরু হয়। এসব অভিবাসন প্রত্যাশীরা কোন দেশের তা জানা সম্ভব হয়নি।

তুরস্ক মূলত ইউরোপের প্রবেশ দ্বার হওয়ায় প্রতি বছর অনেক অভিবাসন প্রত্যাশী জীবনের ঝুঁকিয়ে তুরস্ক থেকে ইউরোপের পথে সমুদ্র যাত্রা করে। অনেকে দালালের খপ্পরে পড়ে অর্থ খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে এসব নৌকায় ওঠে সমুদ্র পারি দেওয়ার চেষ্টা চালায়।

সূত্র: আল জাজিরা


জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাস প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
অভিবাসন প্রত্যাশীদের যে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
X
Fresh