• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কিম জং-উনের সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করবেন ট্রাম্প (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ০২ মে ২০১৭, ১১:৫৭

উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ব্লুমবার্গ নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ আগ্রহ জানান তিনি।

ট্রাম্প বলেন, দেশ দু’টির মধ্যে চলমান যুদ্ধ মনোভাব নিরসনে জং-উনের সঙ্গে আলোচনায় বসা উপযুক্ত হলে তাতে রাজি আছেন তিনি।

জং-উনকে খুবই বুদ্ধিদীপ্ত একজন মানুষ হিসেবে অভিহিত করার পরদিনই এমন ইচ্ছে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে এর আগে পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে উত্তর কোরিয়াকে।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, এ ধরনের বৈঠকের আগে দেশটির মনোভাবে পরিবর্তন দেখতে চায় যুক্তরাষ্ট্র। অবিলম্বে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে পিয়ংইয়ংকে।

এর আগে, সম্ভাব্য পরমাণু হামলার জন্য কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ পাঠালেও কূটনৈতিক উপায়ে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh