• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চীনে হঠাৎ বন্যায় ১২ জনের মৃত্যু, ডুবে গেছে সাবওয়ে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জুলাই ২০২১, ০৯:১৪
চীনে হঠাৎ বন্যায় ১২ জনের মৃত্যু, ডুবে গেছে সাবওয়ে
সংগৃহীত

চীনে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির হেনান প্রদেশের ঝেংঝৌয়ে একটি আন্ডারগ্রাউন্ড রেল ব্যবস্থা পানিতে ডুবে যাওয়ার ঘটনায় ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যার কারণে একটি বাঁধ ধসে পড়ার আশঙ্কায় হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। খবর আল জাজিরার।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, গলা সমান পানিতে দাঁড়িয়ে রয়েছেন ট্রেন যাত্রীরা। অনেকেই ঝেংঝৌয়ের সাবওয়ের একটি ট্রেনের ভেতর হ্যান্ডরেল ধরে রয়েছেন। শহরের কর্মকর্তারা পরে জানান, ভারী বর্ষণে ঝেংঝৌ মেট্রো পানির নিচে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের ১ কোটির বেশি মানুষ। ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচজন।

সপ্তাহান্ত থেকে হেনান প্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। নদীর পানি বেড়ে গেছে। এজন্য ডজনখানেকের বেশি শহরের রাস্তা পানিতে ডুবে গেছে। এর ফলে ব্যাহত হচ্ছে লাখ লাখ মানুষের জীবনযাত্রা। ঝেংঝৌয়ের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, গত ৬০ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। পুরো বছরে গড়ে যে বৃষ্টিপাত হয় তা কেবল তিনদিনেই হয়েছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh