• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সৈকতে পড়েছিলো ৪৫ কেজি ওজনের মাছটি 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২১, ১৮:৪১
সমুদ্র সৈকতে পড়েছিলো ৪৫ কেজি ওজনের মাছটি
ছবি: সিএনএন থেকে

বিশাল আকৃতির একটি রঙিন মাছ পড়েছিলো সমুদ্র সৈকতে। অফা ফিস নামের এই মাছটি অনেকেই সখ করে অ্যাকোয়ারিয়ামে পালন করে থাকেন। অনেকেই এ মাছটিকে আবার মুন নামে ডেকে থাকেন।

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম সমুদ্রের তীরে এ মাছটি কুড়িয়ে পায় ‘সিসাইট’ নামের একটি অ্যাকোয়ারিয়াম সংগঠন। সিসাইট সংগঠনটি মূলত সামুদ্রিক প্রাণিদের সংরক্ষণে কাজ করে থাকে। কুড়িয়ে পাওয়া মাছটির ওজন ৪৫ কেজি বা ১০০ পাউন্ড। এ ধরনের মাছ সচরাচর এত বড় হয় না।

সিসাইট অ্যাকোয়ারিয়ামের মহাব্যবস্থাপক কিথ চ্যান্ডলার বলেন, এ ধরনের মাছ খুবই বিরল। মাছটির গঠন খুবই ভালো।

মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানায়, এ ধরনের মাছ লোকালয়ে খুব একটা দেখা যায় না। এরা সমুদ্রের গভীরে বাস করে। গ্রীষ্মকালের দিকে কিছু মাছ পানির উপরে আসে। এ ধরনের মাছ বিভিন্ন রঙ এর হয়ে থাকে।

সূত্র: সিএনএন

জেএইচ


মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হাতিয়ার কমলার দিঘি সমুদ্রসৈকত 
মেক্সিকোতে সমুদ্র সৈকতে ৮ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের নির্দেশনা বাতিল
কুয়াকাটায় ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
X
Fresh