• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ মে ২০১৭, ২১:২০

বিশ্বের সবচে’ প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে ইন্দোনেশিয়ার মধ্য জাভার এ নাগরিকের দাবি ছিল তার বয়স ১৪৬ বছর। খবর বিবিসির।

জন্ম সনদ অনুযায়ী সডিমেদজো নামের এ ব্যক্তির জন্ম ১৮৭০ সালে। তিনি মে গোতা বা দাদা গোতা নামেও পরিচিত।

যদিও দেশটিতে ১৯৯০ সাল থেকে জন্ম সনদের রেকর্ড রাখা হয়। এর আগের রেকর্ডে অনেক ভুল তথ্য রয়েছে বলে জানা যায়।

তবে এ সংক্রান্ত কর্মকর্তারা বলেছেন, সোদিমেজোর সঙ্গে কথা বলে এবং জন্ম তারিখের সপক্ষে তিনি যেসব কাগজপত্র এবং প্রমাণ জমা দিয়েছেন তা যাচাই করে তারা নিশ্চিত হয়েছেন যে তার দাবী ঠিক।

স্বাস্থ্যগত কারণে গেলো ১২ এপ্রিল তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু তিনি সেখানে থাকতে চাননি। বাড়িতে ফিরিয়ে আনার কয়েক দিন পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার নাতী।

গেলো বছর সোদিমেজো বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, তার এই দীর্ঘ জীবনের গোপন চাবিকাঠি কী? জবাবে তিনি জানিয়েছিলেন, একটি হচ্ছে ধৈর্য। আর অন্যটি হচ্ছে ভালবাসা। যারা আমার আশপাশে রয়েছে, আমাকে দেখাশোনা করছে তাদের ভালবাসা।
সোদিমেজো একজন ছিলেন চেইন স্মোকার। তার চার স্ত্রী, ১০ ভাই-বোন এবং সব সন্তান তার আগেই মারা গেছেন।

আত্মীয়রা জানাচ্ছেন, তার কবরের ফলকটি দীর্ঘদিন ধরে বাড়ির দরজার পাশে পড়ে ছিল। সোমবার তার কবর হয়ে যাওয়ার পর ফলকটি সেখানে লাগিয়ে দেয়া হয়।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh