• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আরাফাতের ময়দানে হাজির হয়েছেন হাজীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২১, ১৩:৫৯
আরাফাতের ময়দানে হাজির হয়েছেন হাজীরা
সংগৃহীত ছবি

হাজার হাজার মুসল্লির মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি আর পরনে সাদা দুই টুকরো কাপড়। এ যেন এক হৃদয় হরণ করা দৃশ্য। আজ সোমবার পবিত্র হজ। আল্লাহর কাছে হাজিরা দিতে বিশ্বের সৌদিতে বসবাসরত ১৫০টি দেশের ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি আরাফাত ময়দানে হাজির হয়েছেন।

মিনায় ফজরের নামাজ আদায়ের পর নিয়ম অনুযায়ী রওয়ানা দেন আরাফাতের ময়দানে হজযাত্রীরা সেখানে মসজিদে নামিরাহে একই ইমামের পেছনে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

হাজীরা আরাফাতের বিশাল প্রান্তরে অবস্থান করে মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা শুনবেন। যা বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে। স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে খুতবা দেবেন ড. শেখ বান্দর বলিলাহ। যা বাংলা ভাষাভাষীদের জন্য অনুবাদ করবেন আ.ফ.ম ওয়াহিদুর রহমান।

বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় এই জমায়েতে প্রতি বছরই লাখ লাখ মুসল্লি জড়ো হন। মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর যাবত সীমিত পরিসরে হজ পালনের আয়োজন করছে সরকার।

সূত্র : আরব নিউজ

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh