• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাইডেনের ডাকে ঈদের পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২১, ২০:২৯
বাইডেনের ডাকে ঈদের পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী
বাইডেনের ডাকে ঈদের পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী

চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে আমন্ত্রণ করেছেন এবং হোয়াইট হাউসে তাকে নিজেই স্বাগত জানাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ২৬ জুলাই বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মোস্তফা আল- কাদিমী। সেখানে তারা যুক্তরাষ্ট্র এবং ইরাকের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব তুলে ধরবেন।

ধারণা করা হচ্ছে, ওয়াশিংটন সফরের সময় আসন্ন বৈঠকে বাগদাদ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়েও যুক্তরাষ্ট্রকে ইরাকি প্রধাসমন্ত্রী চাপ দিতে পারেন। যদি এমনটা হয়ও তাহলে সেনা প্রত্যাহারে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন অবস্থান লক্ষ্য করে একের পর হামলার ঘটনা ঘটছে। কেউ দায় স্বীকার না করলেও এসব হামলার পেছনে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের হাত রয়েছে বলে অভিযোগ।

প্রসঙ্গত, ইরাকের বিভিন্ন অঞ্চলে এখনো আড়াই হাজার মার্কিনসহ প্রায় সাড়ে তিন হাজার বিদেশি সেনা অবস্থান করছে। সেখানে তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh