• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পার্টিতে মাতাল হয়ে সমুদ্রে প্রস্রাব, হাঙরের হামলায় পরপারে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২১, ১৮:১২
পার্টিতে মাতাল হয়ে সমুদ্রে প্রস্রাব, হাঙরের হামলায় পরপারে
প্রতীকী ছবি

মদ খেয়ে মাতাল হয়ে সমুদ্রে নেমেছিলেন প্রস্রাব করতে। অমনি এক হাঙরের আক্রমণের শিকার হন তিনি। আর তাতেই প্রাণ গেল তার। এ ঘটনা ঘটেছে ব্রাজিলে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মার্সেলো রোচা স্যান্টোস নামে এক প্রৌঢ় ৯ জুলাই রাতে বন্ধুদের নিয়ে ব্রাজিলের পীডাদে সমুদ্র সৈকতে পার্টি করছিলেন।

খাওয়াদাওয়ার সঙ্গে প্রচুর মদ্যপানও হয়েছিল সেই রাতে। পার্টি শেষে সমুদ্রে নেমে প্রস্রাব করতে যান মার্সেলো। নেশার ঘোরে তিনি ভুলেই গিয়েছিলেন যে ওই সৈকত হাঙরের জন্য কুখ্যাত।

ফলে মার্সেলো যখন প্রস্রাব শুরু করেন, তার তীব্র গন্ধে আকৃষ্ট হয় হাঙর। নেশার ঘোরে থাকায় হাঙরের উপস্থিতি টের পাননি মার্সেলো। হাঙরের দল মার্সেলোর হাত পা কামড়ে কামড়ে ছিড়ে নেয়। ফলে সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তিনি।

পর দিন ভোরে সৈকতে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল মার্সেলোর।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুপুরের দিতে যখন সমুদ্র উত্তাল ও জল ঘোলা ছিল সে সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

একজস লাইফগার্ড তখন ডিউটিতে ছিল তবে আক্রমণটি আটকাতে পারেননি তিনি। এর আগে সমুদ্র সৈকতের ওই এলাকায় ১২ বার হাঙ্গরের আক্রমণের ঘটনা ঘটে।

সূত্র : ইন্ডিপেন্ডেন্ট

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh