• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যাত্রীসমেত হারিয়ে গেল রাশিয়ার বিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২১, ১৭:৩০
যাত্রীসমেত হারিয়ে গেল রাশিয়ার বিমান
প্রতীকী ছবি

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান শুক্রবার সাইবেরিয়ান শহরে টমস্কের বাইরে হারিয়ে গেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স।

বিমানটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চত না হলেও সেটাতে আনুমানিক ১৩-১৭ জন যাত্রী ছিল। ২৮ জন যাত্রী নিয়ে আরো একটি বিমান রাশিয়ার পূর্বাঞ্চলে বিধ্বস্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই দুর্ঘটনা ঘটলো। টমস্কের কেদরোভি শহর থেকে বিমানটি আঞ্চলিক রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

দুই সপ্তাহেরও কম সময় আগে প্রায় একই ধরনের দুর্ঘটনার কবলে পড়েছিল রাশিয়ার আন্টোনোভের এএন-২৬ বিমান। দূরপ্রাচ্যের কামচাৎকা উপদ্বীপের প্রত্যন্ত অঞ্চলের একটি পর্বতের চূড়ায় বিমানটি আছড়ে পড়লে অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটে।
এর আগে, আন্টোনোভ এএন-২৮ এর একই ধরনের একটি বিমান ২০১২ সালে কামচাৎকার এক জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে সেসময় ওই বিমানের ১০ আরোহী মারা যান। পরে তদন্ত কর্মকর্তারা জানান, বিমানের উভয় পাইলটই নেশাগ্রস্ত ছিলেন।

হারিয়ে যাওয়া বিমানটি ১৯৮২ সাল থেকে সেবা দিয়ে আসছে। রুশ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বিমানটি যখন হারিয়ে যায় তখন ওই এলাকার আবহাওয়া খারাপ ছিল।

সূত্র : স্কাই নিউজ

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh