Mir cement
logo
  • ঢাকা শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮

দোকানে ঢুকে নিজেই ছিপি খুলে মদ খেয়ে মাতাল বানর (ভিডিও)

দোকানে ঢুকে নিজেই ছিপি খুলে মদ খেয়ে মাতাল বানর (ভিডিও)
ভিডিও থেকে সংগৃহীত ছবি

নির্দ্বিধায় মদের দোকানে ঢুকে হাতে মদের বোতল তুলে নিল এক বানর। আর পাঁচ জন মদ্যপের মতো বোতলটি খুলে দিব্যি শুরু করলো মদ্যপান।

সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে সুরাপ্রেমী বাঁদরের এই ভিডিও। ঘটনা ভারতের রাজ্য মধ্যপ্রদেশের মন্ডলা জেলার।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, মদের দোকানে ঢুকে নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয় বানরটি। এর পর বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে শুরু করে মদ্যপান।

ধীরে ধীরে আয়েশ করে ওই বানরের মদ্যপানের দৃশ্য ছিল দেখার মতো! মদের দোকানের মালিক তাকে একটি বিস্কুট এগিয়ে দেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদের বোতলেই মজে থাকে বানরটি।

এদিকে বানরের এই কাণ্ড দেখে দোকানের বাইরে উপস্থিত অনেকেই ঘটনাটির ভিডিও ধারণ করেন। তাদেরই একজন জানান, সম্প্রতি ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়ে ছিল। বানরটি তা চেটে খায়। তার পর থেকে প্রতি দিনই নাকি সে দোকানের কাছে ঘুরঘুর করত। কিছুতেই তাড়ানো যেত না তাকে। তারপরই ঘটে এই ঘটনা।

সূত্র : এবিপি

টিএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS