• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঈশ্বরের ইচ্ছায় ১৯০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে অন্য গাড়িকে ধাক্কা, প্রাণে বাঁচলেন তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২১, ১৫:৪০
ঈশ্বরের ইচ্ছায় ১৯০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে অন্য গাড়িকে ধাক্কা, প্রাণে বাঁচলেন তরুণী!
সংগৃহীত

সৌভাগ্যবানই বলতে হবে। প্রায় ২০০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে অন্য গাড়িতে ধাক্কা দেয়ার পরও ৩১ বছর বয়সী এক নারী এবং তার মেয়ে প্রাণে বেঁচে গেছেন। প্রাণে বেঁচে যাওয়ার পর ওই নারী বলছেন, ঈশ্বরের ইচ্ছায় তিনি এমন কাজ করেছেন। খবর টাইমস নাউ নিউজের।

একটি চৌরাস্তায় ১৯০ কিলোমিটার গতিতে আরেকটি গাড়িকে ধাক্কা মারেন ওই নারী চালক। প্রাথমিক ধাক্কা তাদের গাড়ি রাস্তার অপর পাশে চলে যায়। এরপর একটি বাড়িতে গিয়ে আঘাত করে। তবে তার আগে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে গাড়িটি।

পরে জানা যায়, ওই নারীর অসতর্কতা নয় বরং তিনি ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওহাইওতে এই ঘটনা ঘটেছে। তবে অবাক করা বিষয় হচ্ছে যে, ওই নারীর দাবি যে তার বিশ্বাস পরীক্ষা করতে ঈশ্বরই তাকে গাড়ি চালাতে বলেছে। যদিও ওই সময় গাড়িতে তার ১২ বছর বয়সী মেয়ে ছিল।

ওই দুর্ঘটনার পর ওই মা-মেয়েকে হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে তারা গুরুতর আঘাত পাননি। এখন তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে মামলা করেছে পুলিশ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসরের পর লাপাত্তা স্বামী, শ্বশুরবাড়িতে অবস্থান তরুণীর
নোয়াখালীতে তরুণীকে ধর্ষণ, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
শিকলে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ : চার আসামি ফের রিমান্ডে
বিশ্বমঞ্চে ‘আই-পপ’ নিয়ে ভারতীয় ৪ তরুণী
X
Fresh