• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নির্জন স্থানে একা একা শুয়ে থাকছেন চীনা যুবক-যুবতীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২১, ১৭:০৪
শুয়ে শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন চীনের যুবক-যুবতীরা, টাং পিং
শুয়ে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন এক যুবক, উইবো থেকে নেয়া ছবি

কঠিন কর্মসংস্কৃতির কারণে চীনের নাগরিকদের যেন কোনো বিরাম নেই। কাজের জন্য দৌড়াতে দৌড়াতে মনটাও গেছে মরে। কিন্তু সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই সরকারের। আর তাই কঠিন এই কর্মসংস্কৃতির বিরুদ্ধেই প্রতিবাদে সামিল হচ্ছেন চীনের নতুন প্রজন্ম।

‘স্থিরভাবে শুয়ে থাকা’ বা ‘টাং পিং’ ক্রমেই চিন্তা বাড়াচ্ছে চীনা সরকারের। চীনের সোশ্যাল মিডিয়া ওয়েইবো-র মাধ্যমে আরও ছড়িয়ে পড়ছে এই প্রতিবাদের ঝড়। প্রতিবাদের উপায় হলো- বিভিন্ন স্থানে স্থির হয়ে শুয়ে পড়ছেন তারা।

বেশিরভাগ ক্ষেত্রেই কাজ ছেড়ে কোনও নির্জন স্থানে একা একা শুয়ে থাকছেন চীনা যুবক-যুবতীরা। তার ছবি তুলে পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেটি দেখেই আরও মানুষ অনুপ্রাণিত হচ্ছেন।

তেমনই একজন ৩১ বছর বয়সী লুয়ো হুয়াঝং। কারখানার শিফটের চাকরি ছেড়ে দিয়েছেন লুয়ো। এরপর শিঝুয়ানের বাড়িতে তালা ঝুলিয়ে ১৩০০ মাইল সাইকেল চালিয়ে তিব্বতে চলে গিয়েছেন তিনি। সেখান থেকেই প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছেন তিনি।

মূলত চীনে শিল্প বিপ্লবের সঙ্গে ক্রমাগতই বেড়েছে ‘মিনিমাম ওয়েজ’ কর্মীদের সংখ্যা। সামান্য বেতনে ঘণ্টার পর ঘণ্টা কাজ করানো হয় চীনা কর্মীদের। এই কর্মসংস্কৃতির মাধ্যমেই বিশ্বের অন্যতম বড় শিল্প-শক্তি হয়ে উঠেছে দেশটি।

কিন্তু এরই প্রভাব ক্রমাগত পড়ছে চীনা যুবসমাজে। কাজের চাপে ব্যক্তিগত জীবন, পরিবার, স্বাস্থ্যে প্রভাব পড়ছে। ফলে এর বিরুদ্ধে অবশেষে প্রতিবাদ করছে চীনা যুবসমাজ। কাজের বাইরেও যে জীবন রয়েছে, সে কথাই মনে করিয়ে দিতে চাইছেন তারা।

এ বিষয়ে চীনের কমিউনিস্ট সরকার মোটেও খুশি নয়। চীনের কর্মসংস্কৃতির আসল রূপ আরও বেশি করে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। সেটা ভাল চোখে দেখছে না বেজিং। চীনা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে বড় বড় গ্রুপ। প্রতিবাদের পোস্টও সরিয়ে ফেলা হচ্ছে চীনা কর্তৃপক্ষের আয়ত্বে থাকা সোশ্যাল মিডিয়া থেকে।

সূত্র : বিবিসি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh