• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা, গড়লেন ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২১, ০৮:৪৫
South Africa's former president Jacob Zuma hands himself over to police
সংগৃহীত

আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। আদালত অবমাননার দায়ের কারাদণ্ড খাটতে ধরা দেন তিনি। খবর বিবিসির।

তার ফাউন্ডেশন জানিয়েছে, কোয়াজুলু-নাটাল প্রদেশের তার বাড়ির কাছে একটি কারাগারে গিয়ে তিনি আত্মসমর্পণ করেন।

পুলিশ এর আগে জানিয়েছিল, দিনশেষ হওয়ার আগে যদি আত্মসমর্পণ না করেন তাহলে ৭৯ বছর বয়সী জুমাকে গ্রেপ্তার করা হবে।

দুর্নীতির একটি তদন্তে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় গত সপ্তাহে জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেয়া হয়।

ওই রায়ের পর দক্ষিণ আফ্রিকায় নজিরবিহীন আইনগত নাটকীয়তা দেখা দেয়। রায়ে জুমাকে গ্রেপ্তারের জন্য বুধবার মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।

জুমা রোববার আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোর পর গ্রেপ্তারির এই সময়সীমা বেঁধে দেয়া হয়। তার ফাউন্ডেশন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জুমা আদালতের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন।

তার মেয়ে ডুডু জুমা-সাম্বুডলা পরে এক টুইট বার্তায় জানান, তার বাবা কারাগারে যাচ্ছেন এবং তিনি উৎফুল্ল চিত্তে আছেন।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে কোনও সাবেক প্রেসিডেন্টের কারাগারে যাওয়ার ঘটনা নজিরবিহীন। কারণ এর আগে দেশটির সাবেক কোনও প্রেসিডেন্টকে কারাগারে যেতে হয়নি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পেলেন ট্রান্সকমের শীর্ষ তিন কর্তা
মাকে মারধর, ছেলেকে কুপিয়ে হত্যা করে বাবার আত্মসমর্পণ 
ট্রান্সকমের ৩ কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
X
Fresh