• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২১, ১৮:২৮
বাংলাদেশি পাসপোর্ট

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের তালিকায় চলতি বছরের এপ্রিলে বাংলাদেশি পাসপোর্টের অবস্থা ছিল ১০০তম। তবে মঙ্গলবার (০৬ জুলাই) তা ৬ ধাপ পিছিয়ে ১০৬তম অবস্থানে এলেও অপরিবর্তিত রয়েছে ভিসা ছাড়াই ৪১টি দেশে ভ্রমণের তালিকা। এখনও বাংলাদেশের যেকোনো নাগরিক ভিসা ছাড়াই ৪১টি দেশে ভ্রমণ করতে পারবেন।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত তথ্যমতে, বাংলাদশি নাগরিকরা এখন ২২৭ দেশের মধ্যে ভিসা ছাড়া ৪১ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। শুধু পাসপোর্ট থাকলেই চলবে।
বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের ভ্রমণে ভোগান্তি ও সুযোগ সুবিধা নিয়ে প্রতিবছর চার বার যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতিবেদন প্রকাশ করেন। সেই প্রতিবেদনে সংস্থাটি বলছে, বাংলাদেশি পাসপোর্ট থাকলে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে প্রবেশ করা যাবে।
দেশগুলোর তালিকা

এশিয়া মহাদেশের ৬টি দেশ

ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও তিমুর।

আফ্রিকা মহাদেশের ১৬টি দেশ

কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

ওশেনিয়ার ৭টি দেশ

কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশ

বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো।
বিশ্বে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি হিসেবে জাপান তৃতীয়বারের মতো নিজেদের অবস্থান ধরে রেখেছে। জাপানের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই ১৯৩টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করা যায়। দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর।
এফএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
মধ্যপ্রাচ্যের যেসব দেশের আকাশসীমা বন্ধ
যেসব দেশে উদযাপন হচ্ছে ঈদ
সৌদি ছাড়াও বুধবার যেসব দেশে ঈদ
X
Fresh