• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অবতরণের সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ‍বিধ্বস্ত রুশ বিমান, সব আরোহী নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২১, ১৭:৪৪
All 28 on board missing Russian plane feared dead
সংগৃহীত

কয়েক দশক পুরনো একটি যাত্রীবাহী বিমান রাশিয়া দূর প্রাচ্যের কামচাতকা উপত্যকায় মঙ্গলবার নিখোঁজ হয়েছে। ওই বিমানটিতে অন্তত একজন শিশুসহ ২৮ জন আরোহী ছিল। তারা সবাই বিমান দুর্ঘটনায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।

অ্যান্টোনভ মডেলের ওই বিমানটির দুই ইঞ্জিন রয়েছে। ১৯৮২ সাল থেকে ওই বিমানটি তার কার্যক্রম পরিচালনা করছিল। ওই বিমানটি আঞ্চলিক রাজধানী পেত্রোপাভালোভস্ক-কামচাতকা থেকে উত্তরপশ্চিমাঞ্চলীয় কামচাতকার পালানা শহরে যাচ্ছিল। পথিমধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিমানটিতে ২২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিল। আরোহীদের অধিকাংশই পালানা শহরের বাসিন্দা। ওখোটস্ক সাগরের কাছে অবস্থিত এই শহরটিতে মাত্র ২ হাজার ৯০০ জন লোক মানুষ করে। স্থানীয় একজন কর্মকর্তা জানান, ‘তল্লাশি এবং উদ্ধার তৎপরতা’ চালানো হচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত যা জানি তা হলো বিমানটির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এটা বিমানবন্দরে অবতরণ করেনি। প্রত্যন্ত অঞ্চলে পরিবহনের জন্য অন্যতম বিশ্বাসযোগ্য বাহন হিসেবে এই মডেলের বিমানটি জায়গা করে নিয়েছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
X
Fresh