• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুরআনের অবমাননা করায় নারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২১, ২২:৩৪
Court hands dual Moroccan-Italian national three and half year sentence for Quran blasphemy
সংগৃহীত

পবিত্র কুরআনের অবমাননা করায় এক নারীকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ড পাওয়া ওই নারীর মরক্কো ও ইতালির দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি কুরআনের সুপরিচিত সুরা আল-কাওসারের ব্যঙ্গ করে অনলাইনে পোস্ট দিয়েছিলেন বলে জানিয়েছে মরক্কোর মিডিয়া। খবর আল আরাবির।

ইসলাম ধর্মের অবমাননা করায় ২৩ বছর বয়সী ওই নারীকে কারাদণ্ডের পাশাপাশি ৬ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি পবিত্র কুরআনের অবমাননা করেন। তখন তিনি কুরআনের সুপরিচিত সুরা আল-কাওসারকে অবমাননা করে ফেসবুকে একটি পোস্ট দেন।

ওই ঘটনার পর থেকে দুই বছর ধরে ফ্রান্সে বাস করছিলেন ওই নারী। তবে চলতি মাসের শুরুর দিকে ফ্রান্স থেকে ফেরার পর রাবাত এয়ারপোর্টে নামার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়। ওই নারীর বাবা বলেন, তার মেয়ে ভাবতেও পারেনি যে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, তার মেয়ে অর্থ না বুঝেই কুরআনের আয়াত পোস্ট করেছেন। কারণ তার মেয়ে নাকি ‘আরবি ভাষা খুব একটা ভালো পারে না’। তিনি বলেন, কারাগারে গিয়ে দেখেছি আমার মেয়ে ‘পুরোপুরি ভেঙে পড়েছে’। আমরা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh