• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফের জম্মুর আকাশে ড্রোন, সন্দেহের তীর পাকিস্তানের দিকে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২১, ১৪:০৫
pakistans hexacopter drone tries to cross international border returns after bsf firing
সংগৃহীত

জম্মুর আকাশে ফের দেখালো ড্রোন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে জম্মুর আর্নিয়া সেক্টরে ড্রোনটি দেখা গেছে। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, পাকিস্তানের দিক থেকে ড্রোনটি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। তবে সতর্ক ছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেখামাত্রই ড্রোনের উপর গুলি চালায় বিএসএফ’র সদস্যরা। সঙ্গে সঙ্গে পাকিস্তানের দিকে ফিরে যায় ড্রোনটি। খবর জি নিউজের।

এর আগে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরক হামলার পরও একাধিকবার জম্মুর আকাশে দেখা গেছে ড্রোন। বুধবার ভোর রাতে দুবার কালুচক ও কুঞ্জয়ীনী এলাকায় ড্রোনের দেখা পাওয়া গিয়েছিল বলে জানিয়েছে সেনা সূত্র। জম্মুতে গত চারদিনে প্রায় সাতটি ড্রোনের দেখা মিলেছে।

ইতোমধ্যেই এই নিয়ে জাতিসংঘে মুখ খুলেছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধেও সুর চড়ালো নয়াদিল্লি। এই ধরনের নাশকতা যে ভবিষ্যতের জন্য বড় বিপদ, তা উল্লেখ করেই সরব হয় ভারত। অন্যদিকে সীমান্তসহ জম্মুতে জারি হয়েছে হাই এলার্ট।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
X
Fresh