• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাবার গাড়ি বিক্রি করে খেলার টাকা জোগাড়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২১, ১২:১১
ছবি: সংগৃহীত

সাত বছরের ছেলের অনলাইনে গেম খেলার জন্য নিজের গাড়ি বিক্রি করে দিয়েছেন বাবা। এমন ঘটনা ঘটেছে ব্রিটেনে। ছেলেটি অনলাইনে প্রবেশ করে ‘ড্রাগন থেকে আত্মরক্ষার কৌশল’ গেম খেলে আসছিল। গেমসটির জন্য টাকা পরিশোধ করতে হবে, সেটি বাবা খেয়াল করেনি।

স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শিশুটির বাবা মোহাম্মদ মর্তুজা বলেন, গেমসের বিল পরিশোধ করার জন্য আমার কাছে একটি মেইল আসে। সেখানে আমার গাড়িটি বিক্রি করার জন্য প্রেসার দেওয়া হচ্ছিল।

তিনি আরও বলেন, এমন মেইল আসার পর মনে করেছিলাম কোনো প্রতারকের খপ্পরে আমি পড়েছি। কিন্তু আমি ভাবতে পারছি না শিশুদের গেমস খেলার জন্য এত পরিমাণ অর্থ ব্যয় করতে হবে।

শিশুটির অনলাইনে গেমস খেলার জন্য প্রতিদিন প্রায় ২ ইউরো থেকে শুরু করে ৯৯ ইউরো যা বাংলাদেশি টাকায় ১০ হাজার টাকা করে বিল উঠত। তবে শিশুটির গেমসের বিল পরিশোধ করার জন্য কত টাকায় গাড়িটি বিক্রি করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। সূত্র: জিওনিউজ

জেএইচ/পি


মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh